Friday, September 6 2019, 5:49 pm
latest News
Home / ফেসবুকে ভাইরাল / ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয়ার ভিডিও ভাইরাল

ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয়ার ভিডিও ভাইরাল

টোল না পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওটিতে দেখা যায় টোলের জন্য ফায়ার সার্ভিসের গাড়িটি আটকে রেখেছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়কারী কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যায়।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে একটি বাসে আগুন ধরেছিল। কেউ একজন ‘৯৯৯’ নম্বরে ফোন করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে সাহায্য চেয়েছিলেন। অগ্নি নির্বাপকের একটি গাড়ি সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায়। কিন্তু টোল দিতে না পারায় আগুন না নিভিয়েই ফিরতে হয়।

ফেসবুকে এ ঘটনার সমালোচনা করে কাজী সাইমন নামের একজন লিখেছেন, পৃথিবীর কোন দেশে সিভিল ডিফেন্স এর গাড়ি আটকে দেওয়ার কোনো আইন নেই। তাদের সিগন্যাল হতে শুরু করে উল্টো যাওয়ার নিয়ম আছে। যাদেরকে এখানে টোল আদায়ের জন্য রেখেছে তারা মূর্খ। তাদেরকে ভালো করে আইনকানুন শেখানো হোক।
মিজানুর রহমান নামের একজন লিখেছেন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এদেরকে দশ লাখ টাকার উপরে জরিমানা করা হোক।
ফয়শাল বিন মিন্টু লিখেছেন, ফায়ার সার্ভিসের জন্য সারা দেশের সকল সেতুর টোল ফ্রি ঘোষণা দিয়ে জনস্বার্থে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক। এমনই অসংখ্য মন্তব্যে ছেয়ে গেছে ফেসবুকের পোস্টটি। বিডি প্রতিদিন

Micro Web Technology

Check Also

১০৩ বছর বয়সে দৌড়ে বিশ্বরেকর্ড!

আপনার বয়স যদি হয় শত বছর, এই বয়সে আর যাই হোক দৌড়ে অংশ নেওয়ার কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =